প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:৪৮
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন বাজারের কলার আড়তে হঠাৎ করেই এক ফণিমনসা সাপ দেখা গেলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার বিকেলে দোকানিরা কলার ছড়ির মধ্যে সবুজ রঙের এই সাপ দেখে ভয় পেয়ে পড়েন। বাজারে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে শনাক্ত করে উদ্ধারে সফল হন। পরে প্রাণীটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব জানান, উদ্ধারকৃত সাপটি সবুজ ফণিমনসা, যা নির্বিষ এবং গাছের ডালপালা বা পাতার মতো দেখতে। বৈজ্ঞানিক নামে পরিচিত এই সাপের দেহ লম্বা ও সরু, উজ্জ্বল সবুজ রঙের এবং চোখ দুটো বড় ও সামনের দিকে বেরিয়ে থাকার কারণে খুব ভালো দৃষ্টিশক্তি রাখে। দিবাচর এই প্রজাতিটি সাধারণত গাছে ডালে বা পাতার আড়ালে লুকিয়ে থাকে এবং গরমকালে কলার ছড়ির ভিতরে আশ্রয় নেয়। তাদের আক্রমণ সাধারণত দেখা যায় না, তবে আত্মরক্ষার জন্য গলা ফুলিয়ে ভয় দেখাতে পারে।
স্বপন দেব আরও বলেন, গরমের কারণে সাপটি কলার ছড়ির ভিতরে লুকিয়ে ছিল এবং বাগান থেকে কলা নিয়ে আসার সময় হঠাৎ বাজারে চলে এসেছে। তাই গাছ থেকে কলা বা অন্যান্য ফল তোলার সময় সতর্ক হওয়ার পরামর্শ দেন তিনি। ফনিমনসা সাপ প্রধানত ছোট পাখি, টিকটিকি, ব্যাঙ ও পোকামাকড় খেয়ে বেঁচে থাকে।
স্থানীয়রা জানান, সাপটি উদ্ধারের পর থেকে এলাকায় শিথিলতা ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ কমে গেছে। বন বিভাগ শীঘ্রই প্রাণীটিকে বনে অবমুক্ত করবে বলে জানানো হয়েছে।
এমন উদ্যোগ এলাকার বাসিন্দাদের জন্য নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করে এবং পরিবেশ ও বন্যপ্রাণীর সংরক্ষণে গুরুত্বারোপ করে। শ্রীমঙ্গল নতুন বাজার এলাকার ব্যবসায়ী ও স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা কম হবে এবং জনসাধারণ সচেতন হবে।
এই ঘটনার মাধ্যমে বোঝা যায়, মানব বসতি ও প্রকৃতির সংমিশ্রণে মাঝে মাঝে এমন পরিস্থিতি সৃষ্টি হয়, যার মোকাবিলায় দ্রুত সচেতনতা এবং দায়িত্বশীল পদক্ষেপ জরুরি। স্থানীয় প্রশাসন ও বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থাগুলোর সহযোগিতায় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।