প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৮:১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
গাজীপুরের কালিয়াকৈরে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রুদ্র পাল নামের ২০ বছর বয়সী এক যুবক। শনিবার সকাল ৯টার দিকে কালিয়াকৈর বাজারের ফুলবাড়িয়া টেম্পো স্ট্যান্ড এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানান, রুদ্র পাল রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি সিমেন্টবোঝাই মালবাহী ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কায় সে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রুদ্র উপজেলার শিমুলতলী পালপাড়া এলাকার বাসিন্দা।
এই ঘটনার পর সড়কটি ঘিরে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, যা পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় স্বাভাবিক করা হয়। এলাকাবাসী অভিযোগ করেছেন, এই সড়কে নিয়মিতভাবে অতিরিক্ত গতিতে ট্রাক চলাচল করে এবং সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার অভাব রয়েছে।তারা আরও জানান, সড়কের পাশে টেম্পোস্ট্যান্ড থাকায় পথচারীদের চলাচলে বিপদ সৃষ্টি হয়, অথচ এখানে কোনো ট্রাফিক পুলিশ থাকেন না।
ফলে এমন দুর্ঘটনা ঘটে চলেছে।