প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:৪২
নোয়াখালীর বেগমগঞ্জে তাবলিগ জামাতে অংশ নিয়ে ফেরার পথে খালের পানিতে পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তি মো. আলমগীর (৪৫) জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গ্রামের মৃত নুরুল হকের ছেলে। তিনি একজন মৃগী রোগী ছিলেন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। জানা যায়, তিনদিন আগে তিনি জিরতলী ইউনিয়নের নাজির মিয়া বাড়ি জামে মসজিদে তাবলিগ জামাতে অংশ নিতে আসেন। শনিবার ফজরের নামাজ আদায়ের পর স্থানীয় গুলগুল্যা বাজারে নাশতা করেন এবং সেখান থেকে মসজিদে ফেরার পথে খালের পাশে পৌঁছালে হঠাৎ মৃগী রোগে আক্রান্ত হয়ে পড়ে যান। এ সময় খালের পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয়রা সকাল সাড়ে ১০টার দিকে জিরতলী গ্রামের বেল্লাল মিয়ার বাড়ি সংলগ্ন খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানিয়েছে, আলমগীর একজন ধর্মপ্রাণ মুসলমান ছিলেন এবং নিয়মিত ধর্মীয় কার্যক্রমে অংশ নিতেন। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জিরতলী ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় তাবলিগ সদস্যরা বলেন, আলমগীর গত কয়েক দিন যাবত জামাতের সঙ্গে ছিলেন এবং অত্যন্ত আন্তরিকভাবে দাওয়াতি কার্যক্রমে অংশ নিচ্ছিলেন। তার মৃত্যু সকলের জন্য হৃদয়বিদারক এক ঘটনা।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি দুর্ঘটনা এবং মৃগী রোগে আক্রান্ত হওয়ার কারণে পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রয়োজন না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণের সময় আরও সচেতনতার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদের চলাফেরায় সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।