প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ২১:২৩
রাজবাড়ীর রেলগেট এলাকায় শহীদ স্মৃতিস্তম্ভে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে যে বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে তারা রাজপথে প্রস্তুত। তিনি বলেন, আমরা যে প্রতিশ্রুতি নিয়ে আন্দোলনে নেমেছি, তা পূর্ণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না এবং
এই যাত্রায় আমাদের নিরাপত্তার জন্য আপনারাই একমাত্র ভরসা। পথসভায় মুজিববাদ ও মুক্তিযুদ্ধের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, মুজিববাদ এক ধরনের ফ্যাসিস্ট আদর্শ, যা মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত। এটি রুখতে হবে, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ এখন আর কেবল রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী সংগঠনে রূপ নিয়েছে, যা জনগণের স্বাধীন মত প্রকাশ ও ন্যায্য
আন্দোলন দমন করে চলেছে। সভার শুরুতে সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য দেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম-আহ্বায়ক ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ, যারা সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরেন। পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও
কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা একসঙ্গে আওয়ামী দমননীতি ও রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে জোর প্রতিবাদ জানিয়ে বলেন, এদেশে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রয়োজন, যেখানে জনগণের ইচ্ছাই হবে রাষ্ট্রের মূল চালিকা শক্তি। বক্তৃতায় স্পষ্ট করে বলা হয়, জনগণই এনসিপির আন্দোলনের মূল উৎস এবং তাদের সমর্থনেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক ও ফ্যাসিবাদমুক্ত ভবিষ্যৎ নির্মাণ সম্ভব। পথসভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ সকলকে ১৯ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান জানান।