প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৪১
ঝালকাঠির রাজাপুর উপজেলার রোলা নেছারিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক ও পরিচালনার চরম অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী ক্লাস চলার নির্ধারিত সময় থাকা সত্ত্বেও শিক্ষকরা আগেভাগেই শিক্ষার্থীদের ছুটি দিয়ে চলে যাচ্ছেন, ফলে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। বুধবার দুপুর সাড়ে ১২টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, মাদ্রাসার মূল ফটকে তালা ঝুলছে এবং শিক্ষক-শিক্ষার্থীদের কারও উপস্থিতি নেই। নৈশপ্রহরী ইব্রাহিম জানিয়েছেন, পরীক্ষার দিন থাকায় সবাই দ্রুত ছুটি নিয়ে চলে গেছেন।
স্থানীয় বাসিন্দা হোসেন আহম্মেদ, মুছা, মারুফ ও আমিনুল জানান, শিক্ষকরা ইচ্ছেমতো দায়িত্ব পালন করছেন না, কেউ কেউ ক্লাসে ঘুমিয়ে থাকেন এবং সুপার মো. সিরাজুল ইসলাম নিজেও মাদ্রাসায় অনিয়মিত। শিক্ষকদের অনুপস্থিতি বা আগেভাগে ছুটির ব্যাপারে কোনো ধরনের জবাবদিহিতা নেই বলেও অভিযোগ করেন তারা। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে শিক্ষার মান আরও নিচে নেমে যাবে এবং শিক্ষার্থী সংখ্যাও হ্রাস পাবে।
এ বিষয়ে মাদ্রাসার সুপার মো. সিরাজুল ইসলাম জানান, তিনি ওই দিন মাদ্রাসায় ছিলেন না এবং কাজের জন্য রাজাপুরে ছিলেন। তিনি বলেন, পরীক্ষার দিনগুলোতে সাধারণত সাড়ে ১২টার মধ্যেই মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়। তবে সরকারি নির্দেশনার ব্যাপারে তার বক্তব্য ছিল অস্পষ্ট এবং প্রশ্নের উত্তরে তিনি জানান, সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মাদ্রাসা চলার কথা থাকলেও বাস্তবে তা মানা হচ্ছে না।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জব্বার জানান, পরীক্ষাকালেও শিক্ষাপ্রতিষ্ঠান বিকেল ৫টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা রয়েছে এবং সকাল সাড়ে ৯টায় শিক্ষকদের উপস্থিত থাকতে হবে।
এ অবস্থায় অভিভাবকরা প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। তাদের বক্তব্য, সঠিক তদারকি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে বিলুপ্তির পথে যাবে এবং শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হবে।