প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১৬:৩১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, শিক্ষা উপকরণ, ড্রামসেট ও হুইলচেয়ার বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মোশারফ হোসাইন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় উপজেলার জয়ধরকান্দি আলীম উচ্চ বিদ্যালয়ের সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও নিজে। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, শিক্ষক মো. কামাল মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ইউএনও বলেন, প্রান্তিক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ শুধু উপহার নয়, এটি একটি উৎসাহ প্রদান এবং সম্ভাবনাময় ভবিষ্যতের ভিত্তি গঠনের কার্যকর উদ্যোগ। তিনি বলেন, খেলাধুলা ও পড়াশোনার সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক, মানসিক এবং নৈতিকভাবে সুস্থ ও গঠনমূলক সমাজ গড়ে তুলতে পারে। ইউএনও আরও বলেন, একটি মাদকমুক্ত উপজেলা গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করতে হবে, কারণ ক্রীড়াই পারে তাদের সঠিক পথে রাখতে।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, শুধু পাঠ্যপুস্তক নয়, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে ক্রীড়া ও সংস্কৃতিচর্চার ব্যবস্থা রাখাও জরুরি। অভিভাবকদেরও এই প্রচেষ্টায় যুক্ত হয়ে সন্তানদের ইতিবাচক কার্যক্রমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
এই বিতরণ কার্যক্রমে ড্রামসেট ও হুইলচেয়ার প্রদান বিশেষভাবে উল্লেখযোগ্য, যা শিক্ষা ও সাংগঠনিক পরিবেশে বৈচিত্র্য আনে এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের সঠিক সহায়তা নিশ্চিত করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং সরাইলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে পর্যায়ক্রমে এই ধরনের সহায়তা পৌঁছে দেওয়া হবে।
স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ইউএনওর এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষাক্ষেত্রে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও ব্যাপক আকারে চলমান থাকবে বলে আশা প্রকাশ করেন।