প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:১৫
মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় পাথর নিক্ষেপকারী এক আসামিকে পটুয়াখালীর সদর উপজেলার ইটবাড়িয়া এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকার ডিবি পুলিশ। আজ রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করে অন্য জেলার অভিযান কার্যক্রমে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল। তিনি জানান, ঢাকার ডিবি পুলিশের একটি টিম ইটবাড়িয়া থেকে এই আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে।
রাতের অন্য জেলা অভিযানজনিত কারণে বর্তমানে তার নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার আসামীর দেওয়া তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অপর আসামিদের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। ডিবি পুলিশের বিশ্বাস, গ্রেফতার হওয়া আসামিই সোহাগের ওপর পাথর নিক্ষেপকারী প্রধান সন্দেহভাজন। এছাড়া অপর আসামিদের ধরার জন্য তদন্ত ও অভিযান চলছে।
পটুয়াখালীর স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, এই গ্রেফতারের মাধ্যমে মামলার তদন্তে এক বড় অগ্রগতি হয়েছে। আসামীর বিরুদ্ধে সোহাগ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় নিহত সোহাগের পরিবার ও এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দ্রুত বিচার দাবি করে আসছিলেন।
তারা গ্রেফতারের খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন। স্থানীয়দের কথায়, সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়ায় আশা করা যাচ্ছে অপর আসামিরাও শিগগিরই ধরা পড়বে। পুলিশ প্রশাসন এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। পটুয়াখালীতে এই ঘটনার পর থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
জেলা প্রশাসন ও পুলিশ এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধে নানা পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে, ঢাকার ডিবি পুলিশের সহযোগিতায় পটুয়াখালী পুলিশ টিম দ্রুত ও সঠিক তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করছে বলে জানা গেছে। আশা করা হচ্ছে শিগগিরই পুরো ঘটনাটির রহস্য উদঘাটিত হবে এবং হত্যাকাণ্ডের মূল সন্ত্রাসীরা গ্রেফতার হবেন। সোহাগ হত্যা মামলা এলাকায় নতুন করে শাস্তির প্রত্যাশা জাগিয়েছে এবং নিরাপত্তার পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবাই একযোগে কাজ করছে।