প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২২:১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দেবীদ্বারে পুকুরে ডুবে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের চারুর বাড়ীর রাকিব হোসেনের দুই বছরের ছেলে আনাস মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের ‘ধরেরা’ পুকুরপাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানান, আনাস প্রতিদিনের মতো অন্যান্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়। খেলার এক পর্যায়ে তার সঙ্গীরা দেখতে পায় যে সে নেই, তখন তারা খুঁজতে শুরু করে এবং তার পরিবারকে জানায়।
খবর পেয়ে আনাসের বাবা-মা ছুটে আসেন এবং পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানির নিচ থেকে তাকে উদ্ধার করেন। দ্রুত চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আনাসকে মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং শিশুটির পরিবারে চলছে আহাজারি।
নিহত শিশুটি ছিল পরিবারের একমাত্র ছেলে। বাবা রাকিব হোসেন পেশায় শ্রমজীবী এবং মা গৃহিণী। আনাসের আকস্মিক মৃত্যুর খবরে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন এবং সবাই কান্নায় ভেঙে পড়েন। শিশুটির অকাল মৃত্যুতে পুরো গ্রাম শোকাহত হয়ে পড়ে।
এলাকাবাসীর মতে, বাড়ির পাশের পুকুরটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল এবং এ নিয়ে স্থানীয়দের মধ্যে একাধিকবার আলোচনা হলেও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়নি। কেউ কেউ বলছেন, পুকুরঘাটে কোনো প্রকার বেড়া না থাকায় ছোট ছোট শিশুরা সহজেই সেখানে পৌঁছে যেতে পারে।
এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এটি নিছক একটি দুর্ঘটনা বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবু শিশুটির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি সহায়তা দেওয়া হবে।
শিশুদের খেলাধুলা এবং নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। অভিভাবকদের দাবি, বাড়ির পাশের জলাশয়গুলোর চারপাশে বেড়া বা নিরাপত্তা দেওয়াল নির্মাণ করা জরুরি। একইসঙ্গে শিশুদের খেলার সময় অভিভাবকদের আরও সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, জলাশয় সংলগ্ন এলাকায় শিশুদের একা খেলতে না দিয়ে অভিভাবকদের সব সময় নজরে রাখা উচিত। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সরকারি ও বেসরকারি উদ্যোগে জনসচেতনতা বাড়ানো এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।