প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৪০
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে ৩৭ পুরিয়া হেরোইনসহ দুই তরুণকে গ্রেফতার করেছে থানা পুলিশ। অভিযানে উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ ছিল ৩.৭ গ্রাম বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের নাম অমিত ঘোষ (১৯), তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার কমলাপুর গ্রামের তরুণ ঘোষের ছেলে। অপরজন আসিফ শেখ (২০), একই গ্রামের মতিয়ার শেখের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার পুলিশ জানায়, সোমবার (১৪ জুলাই) রাত পৌনে ১০টার দিকে দৌলতদিয়া আব্বাস শেখের বাড়ির সামনের এলাকা থেকে দুই তরুণকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ তাদের তল্লাশি চালায়। তল্লাশির সময় তাদের কাছ থেকে মোট ৩৭ পুরিয়া হেরোইন জব্দ করা হয়, যার মোট ওজন ৩.৭ গ্রাম।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতদিয়া এলাকাটি দীর্ঘদিন ধরেই মাদকের ট্রানজিট পয়েন্ট হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালালেও কিছু অসাধু ব্যক্তি ওচেনা মুখকে ব্যবহার করে মাদক সরবরাহ করে থাকে। গ্রেফতারকৃত দুই তরুণ সেই ধরনের চক্রের সদস্য কিনা তা নিয়ে তদন্ত চলছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হেরোইন সংগ্রহ ও সরবরাহে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ এই ঘটনার সাথে জড়িত আরও কারো সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখছে।
এদিকে, গোয়ালন্দ এলাকায় আবারো মাদক কারবারে তরুণদের জড়িয়ে পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা। তারা মাদকের শিকড় উপড়ে ফেলতে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেন।
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করছে বলে জানানো হয়েছে। পুলিশের দাবি, এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রাজবাড়ীর গোয়ালন্দবাসীর প্রত্যাশা, নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি কঠোর আইন প্রয়োগই একমাত্র পথ বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট মহল।