প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৭:৫০
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বাজার সংলগ্ন একটি পুকুরে রাসায়নিক সারের বিষক্রিয়ায় প্রায় ১০ লাখ টাকার মাছ মারা গেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুকুরের পানি অস্বাভাবিক রঙ ধারণ করে দুর্গন্ধ ছড়ালে মাছচাষিরা ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়টি বুঝতে পারেন।