ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে ৯ বছর বয়সী শিশু ময়নার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৬ জুলাই) সকালে শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার স্থানীয় একটি মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না ওই এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে।
শিশুটির পরিবার জানায়, শনিবার বিকেল থেকে ময়নাকে পাওয়া যাচ্ছিল না। সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও কোনো সন্ধান মেলেনি। পরদিন সকালে এলাকার শিশুরা মসজিদের মক্তবে পড়তে গেলে দোতলায় ময়নার মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম চৌধুরী বলেন, “শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।”
তিনি আরও বলেন, ‘‘আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান রয়েছে।’’
পুলিশ জানিয়েছে, ঘটনার পর সন্দেহভাজন হিসেবে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
শিশু হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।