রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে পুলিশের জালে ধরা পড়েছে এক হেরোইন ব্যবসায়ী। বুধবার (২ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাওনুর রহমান চঞ্চল (৪১)। তিনি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার পশ্চিম বাস্তা গ্রামের মো. নূর আলম মিয়ার ছেলে। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরেই চঞ্চল মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।
থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। চঞ্চল সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় তাকে চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে তার দেহ তল্লাশি করলে ২৫ পুড়িয়া হেরোইন এবং মাদক বিক্রির নগদ ১৫ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “চঞ্চল একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।”
পুলিশ আরও জানায়, চঞ্চলের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য মাদক কারবারীদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।
রাজবাড়ী জেলার দৌলতদিয়া এলাকাটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ফেরিঘাট হওয়ায় এখানে মাদক পাচারকারীদের তৎপরতা আগেও দেখা গেছে। তবে স্থানীয় প্রশাসনের দাবি, তারা নিয়মিত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন।