রাজবাড়ীর গোয়লন্দ উপজেলার দৌলতদিয়ায় একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৬ টার দিকে দৌলতদিয়া সিনেমা হলের পাশে মো. জব্বার মীরের চা-পান সিগারেটের দোকানে আগুন লেগে তা ভস্মীভূত হয়।
স্থানীয়রা জানায়, হঠাৎ সকালে দোকান থেকে ধোঁয়া বের হতে দেখে তারা দ্রুত আগুন লাগার খবর ফায়ার সার্ভিসে দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সময় দোকানে কেউ ছিল না বলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে দোকানে রাখা ফ্রিজ, নগদ টাকা, আসবাবপত্র এবং মালামালসহ সবকিছু পুড়ে গেছে। স্থানীয়রা ধারণা করছেন, আগুনের সূত্রপাত ইলেকট্রিক্যাল শর্টসার্কিট থেকে হয়েছে।
দোকানের মালিক মো. জব্বার মীর জানান, আগুনে তার শেষ সম্বল পুড়ে গেছে। তিনি বলেন, “রাতে দোকানের বেচাকেনা শেষ করে বাড়ি যাই। সকালে শুনি আমার দোকানে আগুন লেগেছে। এখন কি করব বুঝতে পারছি না। দোকানের সবকিছু পুড়ে গেছে, পরিবার নিয়ে কি খাবো, কোথায় ব্যবসা করবো বুঝতে পারছি না।”
গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আঃ রহমান বলেন, খবর পেয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আমরা ধারণা করছি ইলেকট্রিক্যাল শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ লক্ষাধিক টাকা। তবে আশপাশের দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল রক্ষা পেয়েছে।