প্রকাশ: ২৮ জুন ২০২৫, ২০:১৫
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি রোধ ও একটি টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর’ পালন করেছেন দিনাজপুরের হিলি কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।