প্রকাশ: ১২ জুন ২০২৫, ২২:১৮
দিনাজপুরের বিরামপুর পৌরসভার পশু হাটের প্রায় এক একর ৫৮ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে চলমান আইনি জটিলতার অবসান হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী প্রশাসনের সহায়তায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে প্রকৃত মালিক এজাজ আহমেদের কাছে জমিটি বুঝিয়ে দেওয়া হয়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশ প্রশাসনের উপস্থিতি ছিল এবং জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলো ভেকু দিয়ে ভেঙে ফেলা হয়।