প্রকাশ: ১১ জুন ২০২৫, ১৬:৪৬
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে একটি তিন টনি ট্রাক ও আনুমানিক ১৫০ ঘনফুট বালু। এ ঘটনায় মামলা হয়েছে একটি সংঘবদ্ধ বালু ব্যবসায়ী চক্রের বিরুদ্ধে।
পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক অলক বিহারী গুণ সঙ্গীয় ফোর্স নিয়ে সিন্দুরখাঁন ইউনিয়নের গোলগাঁও এলাকায় অভিযান চালান। এ সময় একটি পাকা রাস্তার পাশে রাখা বালুভর্তি ট্রাকসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন শাহবুদ্দিন মিয়া (২৪), আনোয়ার মিয়া (২২) ও আকাশ মিয়া (১৯)।
আটকের সময় পুলিশ ঘটনাস্থল থেকে ঢাকা মেট্রো-ড-১১-৩৮৭২ নম্বরের পুরাতন একটি তিন টনি ট্রাক এবং প্রায় ৩,৭৫০ টাকার সমমূল্যের বালু জব্দ করে। এসব বালু উপজেলার বিভিন্ন সরকারি ছড়া ও জমি থেকে অবৈধভাবে উত্তোলন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত করছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, গ্রেফতার তিনজন এই চক্রের সক্রিয় সদস্য। পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। চক্রটির মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় অবৈধ বালু ব্যবসা চললেও প্রশাসনের তেমন নজর ছিল না। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
পরিবেশবিদদের মতে, বেপরোয়া বালু উত্তোলন শুধু ভূ-প্রাকৃতিক ক্ষতির কারণই নয়, বরং নদী ও ছড়ার গতিপথও পরিবর্তিত হচ্ছে, যা ভবিষ্যতে মারাত্মক বিপর্যয়ের কারণ হতে পারে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ধ্বংস করে এমন সকল কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।