প্রকাশ: ৯ জুন ২০২৫, ২২:৫০
কোনো ট্যাগ পাওয়া যায়নি
কুমিল্লার দেবীদ্বার উপজেলার হাপুরখাড়া গ্রাম। ছোট্ট হলেও ঐতিহ্যে সমৃদ্ধ এক জনপদ। এই গ্রামে রয়েছে মাত্র একটি মসজিদ, যা দীর্ঘদিন ধরে ধর্মীয় ঐক্য ও সামাজিক বন্ধনের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। সেই ঐতিহ্যকে আরও দৃঢ় করতে ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে সংগঠিত করতে গঠিত হলো একটি নতুন সংগঠন— ‘হাজী মাউদ সরকার সমাজকল্যাণ সংঘ’।
সোমবার (৯ জুন) রাত ৮টায় গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের হাপুরখাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্বোধনী অনুষ্ঠান এবং ঈদ পুনর্মিলনী-২০২৫ উদযাপন করা হয়। উদ্বোধনী আয়োজনে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুব আলম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ও দেবীদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএম আতিকুর রহমান বাশার। তিনি তার বক্তব্যে বলেন, ধর্ম, শিক্ষা এবং পারস্পরিক সহমর্মিতায় হাপুরখাড়া এক অনন্য গ্রাম। এখানে কর্মজীবী মানুষ আছেন পিওন থেকে শুরু করে সচিব পর্যায়ে—এটাই গ্রামের প্রগতির প্রমাণ।
বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের উপ-সচিব মো. শাহজালাল সরকার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা আ. মজিদ সরকার, হাপুরখাড়া মুন্সী কল্যাণ ট্রাস্টের সভাপতি মির্জা মো. মহসিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. হিরন সরকার, সাধারণ সম্পাদক মো. লুৎফুর রহমান মিন্টু, অর্থ সম্পাদক ডা. মো. আলাউদ্দিন, মিডিয়া সম্পাদক ইকরামুল হাসান (সোহাগ) প্রমুখ।
বক্তারা বলেন, হাপুরখাড়া গ্রামে মসজিদের ছায়াতলে যেমন ধর্মচর্চা হয়, তেমনি সামাজিক ঐক্য ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে উঠেছে। ‘হাজী মাউদ সরকার সমাজকল্যাণ সংঘ’ এই ঐক্যকে আরও বিস্তৃত করবে এবং ভবিষ্যতে গ্রামের উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই উদ্যোগ শুধু একটি গ্রামের সীমায় নয়, বরং দেশের অন্যান্য গ্রামের জন্যও হতে পারে একটি অনুকরণীয় মডেল।