প্রকাশ: ৪ জুন ২০২৫, ২০:৪
রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় জেলেদের বিকল্প জীবিকার্জনের জন্য নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
ঝালকাঠি পৌরসভার ৯নং ওয়ার্ডের কলাবাগান এলাকায় দুই বছরের বেশি সময় ধরে চলা পানির তীব্র সংকটের প্রতিবাদে এলাকাবাসী রোববার (১৭ আগস্ট) সকালে রাস্তায় নেমে বিক্ষোভ, মানববন্ধন ও মিছিল পালন করেছেন। বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, এলাকার পানির পাম্প দীর্ঘদিন ধরে বিকল থাকলেও কোনো উদ্যোগ নেওয়া হয়নি। নিয়মিত পৌরসভার বিল পরিশোধ সত্ত্বেও তারা সেবা পাচ্ছেন
নোয়াখালীর সুবর্ণচরে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকরা ৯ দফা দাবি নিয়ে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছেন। রোববার (১৭ আগস্ট) দুপুরে বিএডিসি কার্যালয়ের প্রধান ফটকে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শ্রমিকরা নিয়মিতকরণ, কর্মঘন্টা নিশ্চিতকরণ এবং ন্যায্য মজুরি সহ অন্যান্য দাবী নিয়ে সরাসরি প্রশাসনের প্রতি তাদের চাহিদা তুলে ধরেন। কর্মসূচিতে শ্রমিকরা বিভিন্ন ধরনের শ্লোগান দেয় এবং ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই কারখানাকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে প্রায় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়। রোববার (১৭ আগস্ট) দুপুরে চৌমুহনী হকার্স মার্কেটের বাবলু প্যাকেজিংয়ের গোডাউন এবং ব্যাংক রোডের রিপন প্যাকেজিং শপিং ব্যাগ উৎপাদনকারী কারখানায় এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নোয়াখালী
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের শিমলাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে মো. আনিসুর রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আনিসুরের স্ত্রী ও সন্তান ঘরের ভেতর শুয়ে ছিলেন। হঠাৎ বাইরে থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই পুরো বাড়ি আগুনে জ্বলতে শুরু করে। আগুনে ঘরের
নওগাঁর আত্রাই নদীর পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলাজুড়ে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে প্রায় সাড়ে ১০ হাজার বিঘা জমির আমন ধানসহ বিভিন্ন ফসল পানিতে নিমজ্জিত হয়েছে। হাজারও মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সরেজমিনে দেখা গেছে, টানা ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। কয়েকদিন আগেই আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে পানি বিপৎসীমার