
প্রকাশ: ৩০ মে ২০২৫, ২০:১২

পটুয়াখালীতে গভীর নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি ও দমকা হাওয়ায় জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শুক্রবার (৩০ মে) সকাল থেকে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সঙ্গে উপকূলীয় এলাকায় বইছে ঝড়ো হাওয়া। এতে জেলার বিভিন্ন উপজেলায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয়েছে অন্তত ১০টি গ্রাম।
