প্রকাশ: ৩০ মে ২০২৫, ১৬:৪৬

নোয়াখালী সদরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারুল আজিম রাজু মৃত্যুবরণ করেছেন। শুক্রবার সকাল ৬টার দিকে নোয়াখালী পৌরসভার বার্লিংটন মোড় এলাকার নিজ বাসার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
আজিম রাজু হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং দীর্ঘদিন সমাজসেবায় জড়িত ছিলেন। বর্তমানে তিনি বার্লিংটন মোড় এলাকার ‘আজিম ভিলা’তে স্থায়ীভাবে বসবাস করছিলেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজিম রাজু ভোরে ফজরের নামাজ পড়তে গিয়েছিলেন নিকটবর্তী মসজিদে। নামাজ শেষে বাসায় ফিরে আসার সময় গেইট খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও শোক প্রকাশ করছেন অনেকেই।

এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
সাবেক এই জনপ্রতিনিধির মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছাপ পড়েছে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছেন এলাকাবাসী। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উদ্বেগ বিরাজ করছে এবং বিদ্যুৎ সংযোগের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে।
পরিবারের সদস্যরা জানান, আজিম রাজুর দাফন তার নিজ এলাকা হাতিয়ার চরঈশ্বর গ্রামে সম্পন্ন হবে। শেষ বিদায় জানাতে ইতোমধ্যেই আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা সেখানে উপস্থিত হচ্ছেন।