নওগাঁর ধামইরহাট উপজেলার রবিদাস পরিবারের মেধাবী শিক্ষার্থী সুজয় রবিদাসের উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবায়নে পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) অধ্যয়নরত সুজয়ের শিক্ষাজীবন এগিয়ে নিতে মঙ্গলবার (২৮ মে) বিকেল ৫টায় তাকে ২৫ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়।