প্রকাশ: ২৮ মে ২০২৫, ১৬:২৪
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় মঙ্গলবার একটি বর্ণাঢ্য র্যালি ও গুরুত্ববহ আলোচনা সভার আয়োজন করা হয়। ‘শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যালিটি যাত্রা শুরু করে। প্রধান সড়ক প্রদক্ষিণ করে এটি আবার একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অফিস কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসাইন, যিনি পুষ্টির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনছুর হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, সরাইল থানার ওসি মো. রফিকুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিদ্যালয় প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ এবং জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মো. রূপক।
বক্তারা বলেন, পুষ্টিহীনতা একটি সামাজিক চ্যালেঞ্জ। এটি শুধু ব্যক্তির নয়, পুরো জাতির স্বাস্থ্য ও উন্নয়নের জন্য অন্তরায়। বিশেষ করে শিশু, কিশোর-কিশোরী, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারীদের সঠিক পুষ্টি নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
আলোচনায় আরও বলা হয়, সঠিক খাদ্যাভ্যাস, পুষ্টিকর ও নিরাপদ খাবার গ্রহণ, খাদ্য উৎপাদন ও সংরক্ষণের মান উন্নয়ন, শিশুদের খাদ্যাভ্যাসে বৈচিত্র্য আনাসহ নানা বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য ও সাংবাদিকরা।
স্থানীয় পর্যায়ে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি জনসাধারণের মধ্যে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ধারণা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন আলোচকরা।
পুষ্টি বিষয়ক এই র্যালি ও সভা পুষ্টিজ্ঞান ছড়িয়ে দিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সরাইলবাসী।