প্রকাশ: ২৭ মে ২০২৫, ১৭:৫৩
দিনাজপুরের হিলি স্থলবন্দর নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম এই স্থলবন্দর থেকে প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আদায় হলেও এখানকার অবকাঠামো উন্নয়নে কার্যকর কোন পরিবর্তন দেখা যায়নি। সড়কগুলোর বেহাল দশা আর আন্তঃনগর ট্রেনের অনুপস্থিতি এই উন্নয়নের প্রশ্ন তুলে ধরে।
মঙ্গলবার দুপুর আড়াইটায় হিলির চারমাথা মোড়ে অনুষ্ঠিত এনসিপি'র পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সারজিস আলম বলেন, হিলির রাস্তা যদি দেশের মধ্যে শ্রেষ্ঠ না হয় তবে এত বড় রাজস্ব আহরণ অর্থহীন হয়ে পড়ে। গাড়ির চাকা ডানে-বামে দুলে চলে, মানুষ ঠিকমতো চলাচল করতে পারে না, অথচ উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ হয়েছে।
তিনি প্রশ্ন রাখেন, বিগত ১৭ বছরে হিলির উন্নয়নের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা কী সঠিকভাবে ব্যয় হয়েছে? তিনি দাবি করেন, উন্নয়নের নামে মূলত শোষণ চালানো হয়েছে এবং হিলির শ্রমিকরা আজও ন্যায্য পারিশ্রমিক থেকে বঞ্চিত রয়েছেন। এ অবস্থার পেছনে সিন্ডিকেটের ভূমিকা রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, হিলি এলাকার গুরুত্বপূর্ণ সমস্যা যেমন রাস্তাঘাট, হাসপাতালের চিকিৎসক সংকট ও শ্রমিকদের অধিকারহীনতা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে লিখিতভাবে জানানো হবে এবং আগামী সাত দিনের মধ্যে এসব বিষয়ে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতের নেতৃত্ব নির্বাচনে সচেতনতার আহ্বান জানিয়ে তিনি বলেন, মার্কা দেখে নয়, ভালো মানুষ দেখে ভোট দিন। দলের অন্ধ অনুসারী না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়ান। দেশের জন্য ভালো মানুষ বেছে নিলে তবেই একটি নতুন বাংলাদেশ গড়া সম্ভব।
তিনি আরও বলেন, খারাপ মানুষদের নেতৃত্বে আনলে আগামী জুলাইয়ের গণঅভ্যুত্থান অর্থহীন হয়ে পড়বে। এনসিপিকে ভালো না লাগলে বাদ দিন, তবে ভালো মানুষকে সমর্থন করুন, সে যেই দলের হোক।
সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, ফ্যাসিস্ট ও দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থান শুধু এক সরকারের পতনের প্রতীক নয়, বরং নতুন বাংলাদেশের সূচনা।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা, আবু সাঈদ লিওন, মিথুন আলী, নাছের খান, তানভীর রেজা তন্ময় এবং স্থানীয় নেতৃবৃন্দ।