প্রকাশ: ২৫ মে ২০২৫, ১৬:২৭
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। মেলাকে ঘিরে রোববার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র্যালিটি হাকিমপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। র্যালি শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়। তিনি বলেন, জনগণকে ভূমি সেবার আধুনিক ও স্বচ্ছ ব্যবস্থাপনা সম্পর্কে জানাতে এবং সচেতনতা বাড়াতেই এই মেলার আয়োজন করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শাফিউল ইসলাম, কৃষি কর্মকর্তা মোছা. আরজেনা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সালাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাসুদ রানা এবং হাকিমপুর থানার উপপরিদর্শক মো. মাহফুজ আলম।
ভূমি মেলায় ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা ও অনলাইন ভূমি সেবার বিষয়েও সচেতনতামূলক আলোচনা হয়। আলোচকেরা জানান, এ ধরনের মেলা সাধারণ জনগণের মাঝে ভূমি সেবার জটিলতা দূর করতে সহায়ক ভূমিকা রাখে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় এই সেবা কার্যক্রম চালু করা হয়েছে। এতে নাগরিকরা সহজেই অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমি নবায়নসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।
মেলা শেষে ভূমি উন্নয়ন কর পরিশোধকারী এবং নবায়ন করা নাগরিকদের হাতে ডিসিআর তুলে দেওয়া হয়। এ ছাড়াও বিভিন্ন বুথে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান অব্যাহত থাকে।
স্থানীয়রা মনে করেন, ভূমি মেলার মাধ্যমে সাধারণ মানুষ অনেক নতুন তথ্য জানতে পারছেন এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন হলে সেটি হবে জনগণের জন্য কার্যকর উদ্যোগ।