প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৯:১৭
রাজবাড়ীর জেলা জজ আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি ডিসকভার মোটরসাইকেল ফরিদপুরের চরশালিপুর এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল চরভদ্রাসন থানার চরশালিপুর এলাকায় অভিযান চালিয়ে এ উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার ভীমনগরের মো. রানা ও ইসমাইল সুজন এবং ফরিদপুরের চরশালিপুর এলাকার শেখ নজরুল। এদের মধ্যে নজরুলের বাড়ি থেকেই চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
মামলার বিবরণে জানা যায়, গত সোমবার সকালে রাজবাড়ী জেলা জজ আদালতের অফিস সহায়ক সজিব তার মোটরসাইকেলটি রিসিপশনের পাশের স্থানে তালাবদ্ধ অবস্থায় রেখে অফিসে যান। দুপুরে ফিরে এসে তিনি দেখেন মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। পরে আদালত চত্বরে স্থাপিত সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দেখা যায় একজন অজ্ঞাত ব্যক্তি দ্রুত গতিতে বাইকটি নিয়ে পালিয়ে যায়।
চুরির ঘটনায় সজিব রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করলে জেলা পুলিশের একাধিক ইউনিট তৎপর হয়ে ওঠে। প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয় এবং গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে চরাঞ্চলে সরিয়ে রাখত। চক্রটি মোটরসাইকেল বিক্রি কিংবা খুচরা যন্ত্রাংশে পরিণত করে বিভিন্নভাবে পাচার করত বলেও পুলিশ জানায়।
পুলিশ জানায়, তাদের আরও জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের সঙ্গে কারা কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, পুলিশ সুপার কামরুল ইসলামের নির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়েছে। সাধারণ মানুষকে সচেতন থাকতে এবং এ ধরনের চক্র সম্পর্কে পুলিশকে তথ্য দিতে আহ্বান জানান তিনি।
রাজবাড়ীর পুলিশ প্রশাসন জানিয়েছে, জেলায় অপরাধ দমনে তথ্যপ্রযুক্তি ও সমন্বিত অভিযানের মাধ্যমে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।