ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যাকারীদের দ্রুত বিচার দাবিতে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজের নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গনে গিয়ে সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা সাম্য হত্যার বিচারের দাবিতে জোরালো অভিমত প্রকাশ করেন। তারা বলেন, "সাম্য হত্যার ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও ইন্টেরিম কোনো পদক্ষেপ নেয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদাসীনতা এ ঘটনাকে আরও বেদনাদায়ক করেছে।"
বক্তারা আরও বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আগেও প্রশ্ন উঠেছে, কিন্তু কোনো সমাধান হয়নি। এরই ফলশ্রুতিতে ছাত্রদলের কর্মী সাম্য সন্ত্রাসীদের হাতে প্রাণ দিয়েছেন। আমরা দাবি করছি, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে।"
সমাবেশে জেলা যুবদলের সাবেক সদস্য ফরিদুল হোসেন, পৌর যুবদলের সদস্য মিঠু রহমান, জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক ময়নুল ইসলাম সনি উপস্থিত ছিলেন। এছাড়াও নওগাঁ জেলা ম্যাটস ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রায়হান কবির, নার্সিং ছাত্রদল নেত্রী নুসরাত জাহান মৌ ও মহিলা কলেজ ছাত্রদল নেত্রী কামরুন নাহার বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ছাত্রনেতা সাজু, টুটুল, নাফিজ, সাদেক, ওয়াহেদ, শুভ, রনি, কামাল, নাহিদ, মাসুমসহ শতাধিক ছাত্রদল নেতা-কর্মী অংশগ্রহণ করেন। সরকারি কলেজ ছাত্রদল নেতা মারুফও সমাবেশে উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতা-কর্মীরা সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তারা সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, "নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।"