প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭:৪৯
চাঁদপুরের হাইমচর উপজেলায় পুকুরে ডুবে দুই ভাইবোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চরভৈরবী ইউনিয়নের উত্তর বগুলা গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত শিশুদের নাম ইব্রাহিম (৪) ও ফয়জিয়া (২)। তারা একই পরিবারের সন্তান, পিতা হারুনুর রশিদ হাওলাদারের ঘরের দুই প্রিয় মুখ।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সকালবেলা ইব্রাহিম ও ফয়জিয়া বাড়ির উঠানে খেলা করছিল। তাদের খেলার মাঝে কোনো অস্বাভাবিকতা ছিল না, কিন্তু হঠাৎ করেই তারা নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পরে পরিবারের লোকজন দুই শিশুর কোনো সাড়া না পেয়ে আতঙ্কে খোঁজাখুঁজি শুরু করেন।
অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে নজর পড়ে পরিবারের একজন সদস্যের। তখনই সেখানে ডুবে থাকা অবস্থায় দুই শিশুকে দেখতে পান তারা। অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় ইব্রাহিম ও ফয়জিয়াকে।
স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছেই চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, শিশু দুটি আগেই মারা গেছে। হাসপাতালের ঘোষণা শুনে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এলাকায় শোকের ছায়া নেমে আসে, প্রতিবেশীরাও ব্যথিত মন নিয়ে শিশুদের স্মৃতিচারণ করেন।
পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, দুই শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় তদন্তও সেই অনুযায়ী চালানো হচ্ছে।
স্থানীয়দের মতে, বাড়ির পাশেই পুকুর হওয়ায় ছোট শিশুরা প্রায়ই সেখানে খেলতে যায়। তবে পুকুরের চারপাশে কোনো ধরনের নিরাপত্তাব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা সহজেই ঘটে যেতে পারে। তারা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
এই করুণ মৃত্যু হাইমচরের মানুষের মনে এক গভীর ক্ষতের মতো দাগ কেটেছে। দুটি নিষ্পাপ প্রাণের এভাবে ঝরে যাওয়া যেন এক অনুচ্চারিত ট্র্যাজেডি। শিশুদের স্মরণে এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।