প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৯:২১
রাজবাড়ীর গোয়ালন্দে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজবাড়ী গোয়েন্দা পুলিশ ডিবি।
পটুয়াখালী–৩ সংসদীয় আসনে আগামী নির্বাচনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর অংশগ্রহণে ভোটের মাঠে সম্ভাব্য ‘বিএনপি বনাম বিএনপি’ লড়াই দেখা দিয়েছে। ১৯৭১ সালে স্বাধীনতার পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে সবচেয়ে বেশি জয় অর্জন করেছে আওয়ামী লীগ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ এ আসনে প্রভাবশালী অবস্থানে রয়েছে। জাতীয় পার্টি এককভাবে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জয় লাভ করলেও
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে স্কুলছাত্র আবু বকরকে কুপিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগ সভাপতি মো. সফিকুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে তাকে কোর্ট হাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধামতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. সফিকুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আ.লীগ নেতা মো.
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় কয়েকদিন ধরে সূর্য দেখা যাচ্ছে না। সারাদিন চারপাশ ঘন কুয়াশার সাদা চাদরে ঢাকা থাকে, যেন বৃষ্টি পড়ছে। তীব্র হিমেল হাওয়া ও কুয়াশার কারণে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ সমস্যার মুখে পড়েছেন। নদী তীরবর্তী ও চরাঞ্চলের মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। বিপণী বিতান ও ফুটপাতের শীতের পোশাকের দোকানে মানুষের ভীড় বৃদ্ধি পেয়েছে। সকালে ও সন্ধ্যায় অনেককে আগুন
সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর আমীর এবং দেশের ঐতিহ্যবাহী দরবার ছারছীনা শরীফের পীর ছাহেব কেবলা আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আ’লার স্বাক্ষরিত এক শোকবার্তায় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতের পর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে বেগম খালেদা জিয়া একজন
রাজবাড়ীর গোয়ালন্দ প্রপার হাইস্কুলে নির্বাচনী ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত দাস, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ইমাদ উদ্দিন টফি সহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ। প্রধান