প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:০
জামালপুরে সদ্য গঠিত রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটিকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক ও রাজনৈতিক উত্তেজনা। নতুন কমিটি ঘোষণার পরপরই জেলা বিএনপির নেতাকর্মীরা অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ এনে বিক্ষোভে নামে এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।
রোববার (১৯ মে) জামালপুর শহরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সমাবেশে বক্তৃতা করেন যুবদলের আহবায়ক শফিকুল ইসলাম সজিব ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। তারা অভিযোগ করেন, জেলা প্রশাসনের আশ্রয়ে রেড ক্রিসেন্ট কমিটিতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে একপেশে এবং অযোগ্য ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই অভিযোগের জবাবে রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের নবগঠিত কমিটির সহ-সভাপতি মাহবুবুর রহমান জিলানী এবং সদ্য নিয়োগপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম লিয়ন সংবাদ সম্মেলন করে অভিযোগগুলোর জোরালো প্রতিবাদ করেন।
তারা বলেন, রেড ক্রিসেন্ট একটি অরাজনৈতিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। এখানে রাজনৈতিক প্রচার বা বিরোধ অনাকাঙ্ক্ষিত এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি নেতাদের বক্তব্যে যে ধরনের অভিযোগ তোলা হয়েছে, তা ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংগঠনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা।
সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, দীর্ঘদিন অচলাবস্থার পর গত ৩০ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় চেয়ারম্যানের অনুমোদনে জামালপুরে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়। এতে সমাজসেবায় সম্পৃক্ত ও অভিজ্ঞ ব্যক্তিদের স্থান দেয়া হয়েছে।
কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে আছেন মাহবুবুর রহমান জিলানী, সেক্রেটারি হিসেবে প্রথমে দায়িত্ব পান রিজভী আল জামালী রঞ্জু, যাকে পরবর্তীতে পরিবর্তন করে ১৫ মে সাধারণ সম্পাদক হিসেবে খায়রুল ইসলাম লিয়নকে নিয়োগ দেয়া হয়।
এছাড়া কমিটিতে অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ড. নিলোফার চৌধুরী মনি, এডভোকেট মুফতী মোঃ মঞ্জুর আলম, শামীমা খান, মোঃ জিয়াউল হক জিয়া ও মীর ইসহাক হাসান ইখলাসসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির নেতারা জানান, তারা সমাজসেবার কাজকে এগিয়ে নিতে চান এবং কোনো রাজনৈতিক বিতর্কে না জড়িয়েই মানবিক কর্মকাণ্ডে নিজেদের উৎসর্গ করতে চান। এই প্রেক্ষাপটে রাজনৈতিক মিছিল ও মন্তব্যে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেন।