নওগাঁর পত্নীতলার সীমান্তবর্তী বাদদিঘী গ্রামের মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (১৮ মে) সকালে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের কালুপাড়া বিওপি’র অধীন একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টহল কমান্ডার সুবেদার মো. আইয়ুব আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ২৭১/৭-এস থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের ভেতরে পত্নীতলা উপজেলার বাদদিঘী গ্রামে অভিযান চালিয়ে ৬০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করা হয়।
উদ্ধার হওয়া ফেন্সিডিলের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে বিজিবির দাবি, উদ্ধারকৃত মাদকদ্রব্যগুলো সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে আনার চেষ্টা করা হচ্ছিল।
পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক ও গরু পাচার রোধে এবং অবৈধ সীমান্ত পারাপার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ধরণের অপরাধের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।”
বিজিবির এ ধরনের অভিযান সীমান্ত এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয়রা। জব্দকৃত ফেন্সিডিল যথাযথ প্রক্রিয়ায় ধ্বংসের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি সূত্র জানিয়েছে।