কুমিল্লার দেবীদ্বারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রুবেল হত্যা মামলায় অভিযুক্ত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই একনিষ্ঠ কর্মীকে আটক করেছে দেবীদ্বার থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে আটককৃত আসামিদের কুমিল্লা কোর্ট হাজতে প্রেরণ করেছে। এর আগে বুধবার দিবাগত রাতে দেবীদ্বার থানার একদল পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দুই নেতা মো. জোবায়ের হোসেন(১৯) ও ফয়সাল আহমেদ(২০)কে আটক আটক করে থানায় নিয়ে আসে।
আটক মো. জোবায়ের হোসেন(১৮) উপজেলার ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়ন’র ধলাহাস গ্রামের মধ্যপাড়ার মো. শাহজালাল মিয়ার পুত্র এবং অপর আটক মো. ফয়সাল আহমেদ (২০) একই এলাকার মো. ফারুক মিয়ার পুত্র। তারা উভয়েই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ গুনাইঘর উত্তর ইউনিয়নের একনিষ্ঠ কর্মী এবং গত ৪আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত রুবেল হত্যা মামলার সন্দিগ্ধ আসামি।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, আটক মো. জোবায়ের হোসেন ও মো. ফয়সাল আহমেদ গত বছরের ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে রুবেল হত্যাকান্ডের সাথে জড়িত থাকার প্রমান পাওয়া গেছে। ওই দিনের ভিডিও ফুটেজ ও স্থির চিত্র দেখে তাদের সনাক্ত করে আটক করা হয়েছে।