প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৯:৫৯
ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদী ও তীরবর্তী এলাকায় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের যৌথ মোবাইল কোর্টে অবৈধভাবে নদীর পাড় কাটা ও মাছের পোনা নিধনের দায়ে তিনজনকে দণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ মে) বিকাল থেকে রাত পর্যন্ত রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র এবং উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।