গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রাস্থ সোহাগপল্লী মোড় এলাকা থেকে ডাকাত সন্দেহে তিন যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) ভোররাতে কালিয়াকৈর থানা পুলিশের একটি টহল দল সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করে।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত তিন যুবক একটি অটোরিকশাযোগে সোহাগপল্লী মোড়ে ঘোরাঘুরি করছিল। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। নাম-ঠিকানাসহ অন্যান্য তথ্য দিতে গিয়ে অসঙ্গতিপূর্ণ তথ্য প্রদান করলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতরা হলেন—নাটোর জেলার সিংগড়া থানার রুহুল আমিনের ছেলে আবির হোসেন (২০), যশোর জেলার ঝিকরগাছা থানার বামরসাগুন এলাকার আব্দুল গণির ছেলে ইসরাফিল (২৮), এবং কুষ্টিয়া সদর উপজেলার খোসনা ঝানিপুর এলাকার শুকুর আলীর ছেলে জসীম উদ্দিন (২২)।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কুদ্দুস জানান, “তাদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় আমরা জিজ্ঞাসাবাদ করি। তারা বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য দেয়। পরে বিস্তারিত যাচাই করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।”
মঙ্গলবার সকালে তাদের গাজীপুর জেলা আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তিনজনকে জেলা কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে অতীতেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।