ঝিনাইদহে বিচার বিভাগীয় সহায়ক কর্মচারীদের বেতন-ভাতা ও পদোন্নতি সম্পর্কিত যৌক্তিক দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারি অ্যাসোসিয়েশন, ঝিনাইদহ জেলা শাখা।
সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত জেলার অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা নিজ নিজ কর্মস্থলে অবস্থান করে সর্বাত্মক শান্তিপূর্ণ কর্মবিরতিতে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা ও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম, সভাপতি আমাদ উদ্দীন, জেলা নাজির সাইফুল ইসলাম নান্নু এবং সিজেএম আদালতের নাজির হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আন্দোলনকারীরা জানান, তাদের মূল দাবি হলো—সুপ্রিম কোর্টের অধীন বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন, সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের অন্তর্ভুক্ত ঘোষণা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের ৭ম-১২তম গ্রেডে অন্তর্ভুক্তি এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে নতুন নিয়োগবিধি প্রণয়ন।
জেলা শাখার সাধারণ সম্পাদক আসাফ উদ দৌলা মাসুম জানান, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর এসব দাবিতে রেজিস্ট্রার জেনারেল, প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। তবুও এ পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।
তিনি আরও বলেন, “বিচার বিভাগ সংস্কার কমিশনের সাথে আমাদের আলোচনা হলেও তাদের সুপারিশে সহায়ক কর্মচারীদের বিষয়ে স্পষ্ট কোনো প্রস্তাবনা স্থান পায়নি। এতে আমাদের হতাশ হতে হয়েছে। বাধ্য হয়ে আমরা শান্তিপূর্ণ কর্মবিরতির পথে হাঁটলাম।”
অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এ সময় দাবি করেন, সহায়ক কর্মচারীরা বিচার বিভাগের অবিচ্ছেদ্য অংশ হলেও দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার। অবিলম্বে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের মাধ্যমে তাদের মর্যাদা ও ন্যায্যতা নিশ্চিত করতে হবে।