প্রকাশ: ৩ মে ২০২৫, ১৯:৪১
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে ৫৩ পুড়িয়া হেরোইনসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযান চলাকালীন শুক্রবার রাতে দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
গ্রেফতার হওয়া যুবকের নাম নুরু শেখ, বয়স ২৭ বছর। সে গোয়ালন্দ উপজেলার বাসিন্দা ও বাবু শেখের ছেলে বলে পুলিশ নিশ্চিত করেছে। পুলিশের তথ্যমতে, দীর্ঘদিন ধরেই নুরু শেখ মাদক ব্যবসায় জড়িত এবং এলাকায় তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।
অভিযান প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে নুরু শেখকে হাতেনাতে আটক করা হয় এবং তার কাছ থেকে ৫৩ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, নুরু শেখের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে শনিবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আদালতে রিমান্ড চাওয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
স্থানীয়রা বলছেন, দৌলতদিয়া ঘাট ও বাস টার্মিনাল এলাকা দীর্ঘদিন ধরেই মাদক ব্যবসার গোপন কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে ফেরিঘাট ও বাস টার্মিনালকে ঘিরে মাদক কারবারিরা সক্রিয় থাকে, যা এলাকার তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে।
তবে পুলিশ বলছে, তারা গোয়ালন্দকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। সম্প্রতি চালানো ধারাবাহিক অভিযানে একাধিক মাদক কারবারি আটক হয়েছে এবং উদ্ধার হয়েছে উল্লেখযোগ্য পরিমাণ হেরোইন ও ইয়াবা।
এই ঘটনার পর গোয়ালন্দ ঘাট এলাকায় পুলিশের তৎপরতা আরও বাড়ানো হয়েছে। স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও অধিকাংশই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং মাদক নির্মূলে কঠোর অভিযান অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দিলে পরিচয় গোপন রেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। গোয়ালন্দবাসী এখন চায়, ভবিষ্যতে এমন অভিযান আরও জোরালো হোক।