রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে এক বিরল ঘটনা ঘটেছে। স্থানীয় জেলে জালাল প্রামানিকের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি বিশালাকার কাতল মাছ। শনিবার ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের কাছে এই মাছটি ধরা পড়ে।
জালাল প্রামানিক জানান, ভোররাতে তিনি ও তার সহযোগীরা নদীতে মাছ ধরতে বের হন। প্রথমে তেমন কিছু ধরা পড়েনি। পরে ফেরিঘাটের কাছে জাল ফেলতেই এই বিশাল মাছটি আটকা পড়ে। মাছটি দেখে সবাই অবাক হয়ে যান।
মাছটি পরে দৌলতদিয়া মৎস্য আড়তে নিয়ে যাওয়া হয়। সেখানে ওজন করে দেখা যায়, এর ওজন ২৮ কেজি। বিসমিল্লাহ মাছের আড়তে উন্মুক্ত নিলামে মাছটি উঠলে চাদনী অ্যান্ড আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা কেজিপ্রতি ১,৮০০ টাকা দরে মোট ৫০,৪০০ টাকায় এটি কিনে নেন।
চান্দু মোল্লা জানান, মাছটি এখন ফেরিঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। তিনি বিভিন্ন স্থানের ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছেন, কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা লাভে মাছটি বিক্রি করতে পারবেন।
স্থানীয়রা জানান, গত কয়েক বছরে পদ্মা নদীতে এত বড় কাতল মাছ খুব কমই ধরা পড়েছে। মাছটি দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ভিড় করছেন। অনেকেই মোবাইল ফোনে এর ছবি তুলে রাখছেন।
মৎস্য বিশেষজ্ঞরা জানান, কাতল মাছ সাধারণত ১০-১৫ কেজি ওজনের হয়ে থাকে। ২৮ কেজির এমন মাছ পাওয়া সত্যিই বিরল ঘটনা। এটি প্রমাণ করে পদ্মা নদীতে এখনও বড় আকারের মাছ রয়েছে।
জেলেরা জানান, নদীতে ইলিশ ছাড়া অন্য মাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এমন বিরল মাছ ধরা পড়ায় তাদের মধ্যে কিছুটা আশার সঞ্চার হয়েছে। তারা, ভবিষ্যতে আরও বড় মাছ ধরা পড়বে।