প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ১৯:২৫
পদ্মা নদীতে মাথাবিহীন যুবকের লাশ উদ্ধারের ঘটনায় আলোচিত হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে পুলিশ। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চর বরাট এলাকার পদ্মা নদীর একটি ক্যানাল থেকে উদ্ধার হওয়া মাথাবিহীন লাশটি নিখোঁজ জিহাদ সরদারের হতে পারে বলে তার পরিবার দাবি করেছে। ঘটনার একদিন পর সোমবার (২৮ এপ্রিল) নিহতের বাবা শহিদ সরদার তিনজনকে আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যা মামলা (নং-৪০) দায়ের করেন।