নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে এক সৌদি প্রবাসীর বাড়িতে মধ্যরাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা গৃহকর্তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানায়, আহছান উল্যাহ নামের ওই গৃহকর্তা প্রায় দুই দশক সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে এসে তিনি পরিবার নিয়ে বসবাস করছিলেন। তার দুই ছেলেও এখনো সৌদি আরবে অবস্থান করছেন।
রবিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে রাস্তার মাথা পেশকারহাট এলাকার চান মিয়া চৌকিদার বাড়িতে হামলা চালায় ১০-১২ জনের একদল সশস্ত্র ডাকাত। তারা প্রথমে দেয়াল টপকে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং মূল ফটকের তালা ভেঙে ফেলে।
ডাকাতরা পরে ভবনের একটি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় আহছান উল্যাহ ঘর থেকে বেরিয়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ডাকাতরা তাকে মাথায় দুটি ও হাতে তিনটি কোপ মেরে রক্তাক্ত করে ফেলে রাখে।
আহতের আর্তচিৎকারে পরিবারের অন্য সদস্যরা তাদের কক্ষ থেকে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে ডাকাতরা গৃহকর্ত্রীর গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় লোকজন এগিয়ে এসে আহছান উল্যাহকে উদ্ধার করে মাইজদীর একটি হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।