প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১৭:৩৭
বাল্যবিয়ে প্রতিরোধের উদ্দেশ্যে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। "আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে" এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ, ২৭ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত গুনাইগাছ ইউনিয়ন ফেডারেশন প্রাঙ্গণে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনটি গুনাইগাছ যুব সংগঠন, আরডিআরএস বাংলাদেশ, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং এনআরকে টেলিথনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।