দিনাজপুরের বিরামপুরে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র ও ওয়াকি-টকি ব্যবহার করে পথচারীদের ছিনতাই করার সময় এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় পৌর শহরের কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কের মাহমুদপুর শান্তিমোড় এলাকা থেকে আব্দুল কাদের রোমান নামের ওই যুবককে আটক করা হয়।
আটকের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর ভুয়া পরিচয়পত্র, ওয়াকি-টকি ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আব্দুল কাদের রোমান উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ারমামুদপুর এলাকার রফিতুল্লাহ মন্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সে একসময় আনসার বাহিনীতে চাকরি করত।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে উপজেলার কাটলা-বিরামপুর আঞ্চলিক সড়কে মাদকবিরোধী অভিযান চলাকালে শান্তিমোড় এলাকায় কয়েকজন যুবককে সেনাসদস্য সেজে পথচারীদের তল্লাশি করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে আব্দুল কাদের রোমানকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক বলেন, আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে ভুয়া সেনাসদস্য সেজে ছিনতাই করার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে এলাকায় কিছু যুবক সেনাসদস্য সেজে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনতাই করছিল। পুলিশের হস্তক্ষেপে এখন সেই চক্রের একজন আটক হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তি ও তার সহযোগীরা সেনাবাহিনীর ইউনিফর্ম না পরলেও ভুয়া আইডি কার্ড দেখিয়ে মানুষকে বোকা বানাতো। তারা মূলত রাতের বেলা একাকী পথচারীদের টার্গেট করত।
এ ঘটনায় স্থানীয়রা পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তারা বলছেন, পুলিশের দ্রুত পদক্ষেপের কারণে এলাকার মানুষ রক্ষা পেয়েছে। এখন আশা করা হচ্ছে, অন্য আসামিরাও শিগগিরই পুলিশের হাতে ধরা পড়বে।