প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ১৯:৩৩
রাজধানীর মিরপুর রূপনগরে মঙ্গলবার বেলা ১১টা ৪০ মিনিটে একটি পোশাক কারখানা ও পাশের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সূত্রে জানা যায়, ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ১১টা ৫৬ মিনিটে। পরে ১২টি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। আগুনে মৃতের সংখ্যা এখন ১৬। প্রথমে ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল, পরে আরও সাত জনের মরদেহ উদ্ধার করা হয়।