প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৯:৫০
সিলেটের কৃষকরা এবারের বোরো ধানের উৎপাদন নিয়ে শঙ্কিত। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) জানিয়েছে, যদিও দেশের অন্যান্য অঞ্চলে বোরো ধানের উৎপাদন ভালো হয়েছে, সিলেট অঞ্চলে তাপ প্রবাহ ও পানির ঘাটতির কারণে কিছু কিছু এলাকায় ধানে সমস্যা হতে পারে। বিশেষ করে, তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় ধানে চিটা হতে পারে এবং ব্লাস্টের ঝুঁকি রয়েছে।