প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ১৭:৫১
বাংলাদেশের হিলি স্থলবন্দর থেকে ভারতীয় চালের আমদানি বন্ধ হয়ে যাওয়ার পর দাম বৃদ্ধি পেয়েছে। ১৫ এপ্রিল থেকে আমদানির সময়সীমা শেষ হওয়ার পর, হিলি বাজারে চালের দাম কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। শুল্ক মুক্তভাবে চাল আমদানির সুবিধা থাকা সত্ত্বেও দাম কেন বাড়লো, এই প্রশ্নের উত্তর খুঁজছে স্থানীয় ব্যবসায়ীরা। যদিও সরকার গত বছরের নভেম্বর থেকে চাল আমদানির অনুমতি দিয়েছিল, তবে এখন একে নিষিদ্ধ করা হয়েছে এবং ৬২ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যার ফলে বাজারে সংকট দেখা দিয়েছে।