নওগাঁ শহরে এক ভয়াবহ হামলার শিকার হয়েছেন এক তরুণ। বুধবার দুপুরে শহরের কেডির মোড় এলাকায় একদল দুর্বৃত্ত বাসায় ঢুকে আলিউজ্জামান পিও (২২) নামের ওই তরুণকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।
ঘটনাটি ঘটেছে দুপুর ১টার দিকে। হামলার সময় আলিউজ্জামান বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা ও বোন বাড়িতে অনুপস্থিত ছিলেন। প্রায় ২৫-৩০ জন তরুণ জোর করে বাড়িতে ঢুকে তাঁকে আক্রমণ করে।
আহত তরুণকে প্রথমে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখা গেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তাঁর মাথা, বুক ও পাজরে আঘাতের চিহ্ন রয়েছে।
আলিউজ্জামান রাজশাহীর একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তাঁর বাবা আতিকুর রহমান একজন চালকল ব্যবসায়ী। পরিবারটি গত ৯ বছর ধরে ওই বাড়িতে ভাড়ায় থাকেন।
বাড়ির তত্ত্বাবধায়ক সিরাজুল ইসলাম জানান, হামলাকারীরা ১৭ থেকে ২০ বছর বয়সী তরুণ। তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে এলে তারা ছড়িয়ে পড়ে।
নওগাঁ সদর হাসপাতালের আরএমও ডা. আবু জার গাফফার বলেন, আলিউজ্জামানের শরীরে একাধিক আঘাত ছিল। জরুরি চিকিৎসার পর তাঁকে রাজশাহী রেফার করা হয়েছে।
আহত তরুণের বাবা আতিকুর রহমান দাবি করেন, তাঁর ছেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। এ কারণে কিছু রাজনৈতিক কর্মী তাঁকে হুমকি দিচ্ছিল। তিনি সন্দেহ করছেন, এরাই হামলার পেছনে দায়ী।