
পহেলা বৈশাখে বন্ধ বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য
জেলা প্রতিনিধি যশোর
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩৬
শেয়ার করুনঃ

বেনাপোল-পেট্রাপোল
পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রয়েছে। ফলে উভয় দেশের বন্দরে পণ্যবোঝাই অসংখ্য ট্রাক আটকা পড়েছে এবং সাময়িকভাবে বন্ধ রয়েছে কাস্টমস কার্যক্রমও।
তবে বাণিজ্য বন্ধ থাকলেও বন্ধ হয়নি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। সকাল থেকেই এই পথে দুই শতাধিক যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করেছেন বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৈশাখের সরকারি ছুটির কারণে সোমবার পুরো দিন বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ছুটি শেষ হলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।
এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় উভয় দেশের সীমান্তে পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর চালক ও হেলপারদের অনেকেই পণ্য খালাস করে বিশেষ ব্যবস্থায় খালি ট্রাক নিয়ে ফিরে গেছেন বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের।

তিনি আরও বলেন, দু'দেশের সরকারি ছুটি এবং উৎসবের পরিবেশে সীমান্তে কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। কোনো প্রকার জটিলতা সৃষ্টি হয়নি এবং আগামীকাল থেকে আবার পুরোদমে কার্যক্রম শুরু হবে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ বলেন, যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সকাল থেকে ভারতগামী ও বাংলাদেশে প্রবেশকারী মিলিয়ে অন্তত দুই শতাধিক যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করেছেন।
বৈশাখের দিনে এমন ছুটির কারণে ব্যবসা-বাণিজ্যে সাময়িক স্থবিরতা এলেও উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুত রয়েছে পরদিন থেকে আগের গতিতে কার্যক্রম শুরু করার জন্য।
ছুটি শেষে আমদানি-রপ্তানি পুনরায় চালু হলে আটকে থাকা পণ্য পরিবহনে গতিশীলতা ফিরবে এবং ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।


