https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

পহেলা বৈশাখে বন্ধ বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য

জেলা প্রতিনিধি যশোর
জেলা প্রতিনিধি যশোর

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫, ১১:৩৬

শেয়ার করুনঃ
পহেলা বৈশাখে বন্ধ বেনাপোল-পেট্রাপোল বাণিজ্য
বেনাপোল-পেট্রাপোল

পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটির কারণে আজ সোমবার বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ রয়েছে। ফলে উভয় দেশের বন্দরে পণ্যবোঝাই অসংখ্য ট্রাক আটকা পড়েছে এবং সাময়িকভাবে বন্ধ রয়েছে কাস্টমস কার্যক্রমও।  

তবে বাণিজ্য বন্ধ থাকলেও বন্ধ হয়নি দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। সকাল থেকেই এই পথে দুই শতাধিক যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করেছেন বলে জানিয়েছে ইমিগ্রেশন পুলিশ।  

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বৈশাখের সরকারি ছুটির কারণে সোমবার পুরো দিন বন্দর ও কাস্টমসের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। তবে ছুটি শেষ হলে আগামীকাল মঙ্গলবার সকাল থেকেই যথারীতি আমদানি-রপ্তানি শুরু হবে।  

এদিকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় উভয় দেশের সীমান্তে পণ্য নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকগুলোর চালক ও হেলপারদের অনেকেই পণ্য খালাস করে বিশেষ ব্যবস্থায় খালি ট্রাক নিয়ে ফিরে গেছেন বলে জানিয়েছেন বেনাপোল কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা আবু তাহের।  

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
তিনি আরও বলেন, দু'দেশের সরকারি ছুটি এবং উৎসবের পরিবেশে সীমান্তে কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও এটি নিয়মিত প্রক্রিয়ার অংশ। কোনো প্রকার জটিলতা সৃষ্টি হয়নি এবং আগামীকাল থেকে আবার পুরোদমে কার্যক্রম শুরু হবে।  

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম আহম্মেদ বলেন, যাত্রী চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি। সকাল থেকে ভারতগামী ও বাংলাদেশে প্রবেশকারী মিলিয়ে অন্তত দুই শতাধিক যাত্রী স্বাভাবিকভাবে যাতায়াত করেছেন।  

বৈশাখের দিনে এমন ছুটির কারণে ব্যবসা-বাণিজ্যে সাময়িক স্থবিরতা এলেও উভয় দেশের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুত রয়েছে পরদিন থেকে আগের গতিতে কার্যক্রম শুরু করার জন্য।  

ছুটি শেষে আমদানি-রপ্তানি পুনরায় চালু হলে আটকে থাকা পণ্য পরিবহনে গতিশীলতা ফিরবে এবং ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পাবেন বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটায় চার তারকা মানের হোটেল 'জানা' নির্মাণে এলায়েন্স বিল্ডার্স

কুয়াকাটায় চার তারকা মানের হোটেল 'জানা' নির্মাণে এলায়েন্স বিল্ডার্স

পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্রের কোল ঘেঁষে নির্মিত হচ্ছে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ চার তারকা মানের আবাসিক হোটেল ‘জানা’। ঢাকার অভিজাত নির্মাণ প্রতিষ্ঠান এলায়েন্স বিল্ডার্স এই প্রকল্পের দায়িত্ব নিয়েছে। হোটেলটির নির্মাণ কাজ শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে এবং প্রাথমিক পর্যায়েই ১ হাজার শেয়ার বিক্রি সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।   হোটেল 'জানা' নির্মাণে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় চারশো কোটি টাকা। এলায়েন্স বিল্ডার্সের পক্ষ থেকে জানানো

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে ২২ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শিশুটি খেলতে গিয়ে বাড়ির পাশে থাকা বালতির পানিতে ডুবে মারা যায়। শনিবার (২৬ এপ্রিল) সকালে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া এই বিষয়টি নিশ্চিত করেন।  নিহত শিশুর নাম আলফাজুল ইসলাম। সে উপজেলার চরজুবলি ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বোরহান উদ্দিন বাড়ির মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে। ঘটনার দিন, শিশুটির মা পারিবারিক কাজে ব্যস্ত

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত

রাঙামাটির কাউখালীতে পিকআপভ্যানের ধাক্কায় পাঁচ যাত্রী নিহত

শনিবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচ যাত্রী প্রাণ হারিয়েছেন। চেয়ারম্যানপাড়া এলাকায় একটি পিকআপভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা বিধ্বস্ত হয়।   কাউখালী থানার ওসি সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।   স্থানীয় সূত্রে জানা যায়, সকালের ব্যস্ত সময়ে পিকআপভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জামায়াতের লক্ষ্য: মাসুদ সাঈদী

আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা জামায়াতের লক্ষ্য: মাসুদ সাঈদী

পিরোজপুরে জামায়াতে ইসলামী নেতার গণসংযোগে দেশ পরিচালনার উদ্দেশ্য তুলে ধরলেন মাসুদ সাঈদী পিরোজপুরের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াত ইসলামী উদ্যোগে শুক্রবার গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী। এই অনুষ্ঠানে তিনি বাংলাদেশের রাজনীতি ও দলটির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশের মানুষ গত ৫৩ বছরে বিভিন্ন

মৌলভীবাজারে সরকারি জমি দখল ও মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সরকারি জমি দখল ও মাটি কাটার অপরাধে ৬ মাসের কারাদণ্ড

মৌলভীবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল এবং মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের ছিকরাইল গ্রামে এ রায় দেন। অভিযুক্ত ব্যক্তি মোঃ আবুল কাসেম (৩০), যিনি সদর উপজেলার নাজিরাবাদ ইউনিয়নের দুঘর গ্রামের আকলু মিয়ার ছেলে।   পুলিশের সূত্রে জানা যায়, আবুল কাসেম অবৈধভাবে সরকারি জমি দখল