প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১৬:০
নওগাঁয় পুলিশ কনস্টেবল নিয়োগকে ঘিরে প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে বিজিবির এক সদস্যসহ দুইজনকে। চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ লেনদেনের ঘটনায় পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। অভিযুক্তদের কাছ থেকে একাধিক ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পও জব্দ করা হয়েছে, যা প্রতারণার উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।