প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১১:৩৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সেন্ট্রাল হাসপাতালে ভুল ইনজেকশনে এক প্রবাসী যুবকের মৃত্যুর অভিযোগে বিক্ষোভ করেছে নিহতের স্বজনরা। নিহতের পরিবার অভিযোগ করছে, হাসপাতালে ভুল চিকিৎসার কারণে তাদের প্রিয়জনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১১ এপ্রিল) রাতে নিহতের স্বজনরা বসুরহাট বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বসুরহাট সেন্ট্রাল হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়, যেখানে তারা হাসপাতাল বন্ধের দাবি জানান। বিক্ষোভকারীরা এই সময় অভিযুক্ত চিকিৎসকের গ্রেপ্তারও দাবি করেন।
