দিনাজপুরের হিলি স্থলবন্দর, ইমিগ্রেশন ও কাস্টমস কার্যক্রম ঘুরে দেখেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। বুধবার দুপুরে তিনি রাজশাহী থেকে সরাসরি হিলিতে এসে এই পরিদর্শন কার্যক্রম শুরু করেন।
পরিদর্শনকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানায় হিলি ইমিগ্রেশন, কাস্টমস, পোর্ট কর্তৃপক্ষসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা। পরে তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও কাস্টমস কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
এরপর তিনি হিলি স্থলবন্দর জিরোপয়েন্টে গিয়ে বিজিবি এবং বিএসএফের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। একই সঙ্গে স্থলবন্দর সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে দু’পক্ষের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার স্থানীয় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। বিশেষ করে আমদানি-রপ্তানির গতি, রাস্তা সংস্কার, যাত্রী পারাপার বৃদ্ধি এবং ভিসা জটিলতা নিরসনের বিষয়ে গুরুত্ব দেন তিনি।
পরিদর্শন শেষে তিনি ভারত সীমান্তের ভিতরে প্রবেশ করে হিলি ইমিগ্রেশন ও কাস্টমসের কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে ভারতের কাস্টমস ও বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।
পুনরায় বাংলাদেশে ফিরে এসে তিনি হিলি স্থলবন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেড ও কাস্টমস ভবন পরিদর্শন করেন। পরবর্তীতে বন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় তিনি বলেন, হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির গতি বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভিসা জটিলতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এছাড়া বন্দরের বিভিন্ন সমস্যা সমাধান করে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে কাজ করবেন বলেও জানান তিনি।
পরিদর্শন কার্যক্রম শেষে তিনি ডাকবাংলোয় মধ্যাহ্নভোজ করেন। বিকেলে হিলি আমদানি রফতানি কারক গ্রুপের কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলাপ আলোচনা শেষে আবারও রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।