সমাবেশে নওগাঁ জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মো. রুহেল হোসেন সুমন, ধামইরহাট উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আলম হোসেন, সরকারি এম এম কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ রায়হান কবির, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আলমগীর হোসেন সুজন, পৌর ছাত্রদলের আহবায়ক সদস্য রিফাত হাসিব, মোঃ মেহেরাব হোসেন, মোঃ আবু সাহেদ, মোঃ জামিল হোসেন, মোস্তাকিম হোসেন, ছাত্রদল নেতা মো. হাসান, জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা মোর্শেদ, জিহান বাবু, হৃদয় হোসেন, মাবিয়াতুল, মোছাঃ শাপলা, মোছাঃ মিম, শিখা প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের জনগণের ওপর ইসরাইলী হামলা ও গণহত্যা এক কাপুরুষতা এবং এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘনের শামিল। তারা এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, বাংলাদেশ ছাত্রদল সবসময় এই ধরনের অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার থাকবে এবং মানবাধিকার ও মুক্তির পক্ষে সংগ্রাম করবে।