
দৌলতদিয়ায় হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি
প্রকাশ: ৭ এপ্রিল ২০২৫, ১৮:৫৬
শেয়ার করুনঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া রেলস্টেশন এলাকা থেকে ৫০ পুরিয়া হেরোইনসহ নাসির খান (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৬ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাসির খান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মন্ডল পাড়া এলাকার শাহজাহান খানের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে রবিবার রাত ১১টার দিকে অভিযান চালান। অভিযান চলাকালে দৌলতদিয়া রেলস্টেশন এলাকায় সন্দেহভাজন ঘোরাফেরা করতে দেখে নাসির খানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত নাসির খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসায় জড়িত বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। বিশেষ করে দৌলতদিয়া রেলস্টেশন এলাকাকে কেন্দ্র করে সে মাদক বেচাকেনা করতো বলে জানিয়েছে পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক কারবারিদের কোনো ছাড় নেই। এলাকাকে মাদকমুক্ত করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গ্রেফতারকৃত নাসির খানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৭ এপ্রিল) তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে ওসি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। এলাকাবাসীর সহযোগিতায় গোয়ালন্দকে মাদকমুক্ত করতে পুলিশ বদ্ধপরিকর।

সর্বশেষ সংবাদ
